Ridge Bangla

সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো পরিচালনার পরিকল্পনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্য, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

বৈঠক শেষে আসিফ মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করা হবে। পাশাপাশি আশপাশের ভাসমান দোকানগুলো তুলে দেওয়া হবে। উদ্যানে প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা রয়েছে, যেমন—রাত ৮টা বা সাড়ে ৮টার পর গেট বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, রাজু ভাস্কর্যের পেছনের গেটও স্থায়ীভাবে বন্ধ করা হবে এবং গেটসংলগ্ন সব ভাসমান দোকান উচ্ছেদ করা হবে। এসব ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি মনিটরিং টিম গঠন করা হবে।

উদ্যানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে যাতে কোনও অন্ধকার জায়গা না থাকে। এছাড়া উদ্যানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং সেগুলোর নজরদারি করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা বৃদ্ধির জন্য সেখানে একটি পুলিশ বক্সও স্থাপন করা হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, মাদক ব্যবসা এবং অপরাধচক্র সক্রিয় থাকায় বৃহস্পতিবার (১৫ মে) থেকে ডিএমপি ও নার্কোটিক্স বিভাগের তত্ত্বাবধানে নিয়মিত রেইড পরিচালিত হবে।

আরো পড়ুন