ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে রমনা কালীমন্দিরের প্রবেশ গেটের সামনে এই ঘটনা ঘটে।
শাহরিয়ার সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, “রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রমনা কালীমন্দিরের প্রবেশ গেটের বাম পাশে শাহরিয়ার সাম্য রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের সহপাঠীরা জানান, টিএসসি সংলগ্ন রমনা কালীমন্দিরের গেটের সামনে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ হয়। সেই সময় কেউ একজন শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডান উরুতে ছুরিকাঘাতের গভীর চিহ্ন পাওয়া গেছে।
শাহরিয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।