Ridge Bangla

মারা গেলেন অস্কারজয়ী নির্মাতা রবার্ট বেন্টন

হলিউডের কিংবদন্তি পরিচালক, চিত্রনাট্যকার তিনবারের অস্কারজয়ী রবার্ট বেন্টন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে নিউইয়র্ক শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বেন্টন ১৯৬০এর দশকে এসকুইর ম্যাগাজিনের আর্ট ডিরেক্টর হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ফরাসি নিউ ওয়েভ সিনেমা আমেরিকার গ্যাংস্টার ঐতিহ্যের প্রতি মুগ্ধ হয়ে চিত্রনাট্যকার ডেভিড নিউম্যানের সঙ্গে যৌথভাবে রচনা করেন ক্লাসিক চলচ্চিত্র বনি অ্যান্ড ক্লাইড (১৯৬৭) এই ছবি দিয়ে তিনি হলিউডে নতুন ধারার সূচনা করেন।

১৯৭৯ সালে তার লেখা পরিচালিত ক্রেমার ভার্সেস ক্রেমার সিনেমাটি ব্যাপক সাফল্য পায় এবং বেস্ট স্ক্রিনপ্লে, বেস্ট ডিরেকশন বেস্ট পিকচারএই তিনটি বিভাগেই তাকে অস্কার এনে দেয়।

পরবর্তীতে প্লেসেস ইন দ্য হার্ট চলচ্চিত্রের জন্য তিনি আবারও অস্কার লাভ করেন চিত্রনাট্য বিভাগে। আর নোব্যাডি ফুল (১৯৯৪) ছবিতে পল নিউম্যানের পারফরম্যান্স অস্কার মনোনয়ন পায়, যা ছিল বেন্টনের ক্যারিয়ারের শেষ বড় সাফল্য।

রবার্ট বেন্টনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার অনন্য কাহিনিচিত্র পরিচালনাশৈলী বহু নির্মাতা দর্শকের অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরো পড়ুন