Ridge Bangla

পানিতে সন্তান জন্ম দিয়ে কটাক্ষের শিকার কালকি কোচলিন

বলিউড অভিনেত্রী কালকি কোচলিন ২০২০ সালে কন্যাসন্তানের জন্ম দেন ‘ওয়াটার বার্থিং’ বা পানিতে সন্তান প্রসব পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতি পশ্চিমা বিশ্বে তুলনামূলকভাবে পরিচিত হলেও ভারতীয় উপমহাদেশে এখনো নতুন এবং অনেকের কাছেই অজানা। আর এ কারণেই এই ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য তাকে নানা কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়।

সম্প্রতি ‘এলিনা ডাইসেক্টস’ নামক একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কালকি বলেন, “অনেকে এই পদ্ধতিকে ‘অদ্ভুত’ বা ‘ডাইনি প্রথা’ বলে মনে করেন। অথচ এটি একটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পদ্ধতি, যা শিশুর জন্য সহজ এবং প্রসব-পরবর্তী সময়ে মায়ের দ্রুত আরোগ্যের সম্ভাবনা বাড়ায়।”

তিনি ব্যাখ্যা করেন, “শিশুটি জন্মের সময় অ্যামনিওটিক তরলে থাকে, তাই পানিতে জন্ম তার জন্য কম ধাক্কাযুক্ত হয়। এই পদ্ধতি আরও স্বাভাবিক এবং মসৃণ।” তবে এই পদ্ধতি নিয়ে মানুষের অনিচ্ছার পেছনে অজ্ঞতা ও খরচ—দুটিকেই দায়ী করেন কালকি।

তার ভাষায়, “মানুষ এখনো এ সম্পর্কে সচেতন নয়। সেই সঙ্গে এটি ব্যয়বহুল হওয়ায় অনেকেই এটি গ্রহণ করতে পারেন না।”

ব্যক্তিগত জীবনে কালকি কোচলিন ২০১১ সালে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে তিনি ইসরায়েলি পিয়ানোবাদক গাই হর্ষবর্গের সঙ্গে বসবাস করছেন। তাদের কন্যাসন্তানের নাম সাফো।

আরো পড়ুন