বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে আজ বুধবার (২১ মে) রাজধানীতে সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করবেন শিক্ষক ও কর্মচারীরা। কর্মসূচিটি দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। তিনি জানান, “দীর্ঘদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে এলেও বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি সরকার, তাই বাধ্য হয়েই আমরা কঠোর কর্মসূচিতে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “২১ বছর পর উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও তা মাত্র ২৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা শিক্ষকদের সঙ্গে প্রহসনের শামিল। আমরা এই প্রস্তাব মানি না—আমাদের দাবি শতভাগ উৎসব ভাতা। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীদের মতো বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাই।”
শেখ কাওছার আহমেদ জানান, “বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে শিক্ষক-কর্মচারীদের অধিকাংশ দাবি বাস্তবায়ন সম্ভব হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকার এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি।”
তিনি আরও জানান, “আজকের কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসছেন। প্রেসক্লাব থেকে সচিবালয় পর্যন্ত শান্তিপূর্ণ লং মার্চ করা হবে। যদি আমাদের দাবি উপেক্ষিত হয়, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”