Ridge Bangla

ক্ষমা চাইলেন শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়া

জনপ্রিয় টিভি অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া-র মধ্যে সাম্প্রতিক বিরোধ শেষ হয়েছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে। সহশিল্পীর বিরুদ্ধে মারধর, গালিগালাজ এবং ধর্ষণের হুমকির অভিযোগ এনে শামীমের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন প্রিয়াঙ্কা প্রিয়া। তিনি আরও অভিযোগ করেন, শুটিং সেটে শামীম মাদক সেবন করে অশোভন আচরণ করেছিলেন।

তবে শামীম হাসান সরকার প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে দুজনেই বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ দেন। সংঘের উদ্যোগে ১৬ মে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উভয়ের বক্তব্য শোনা হয় এবং বিষয়টির মীমাংসায় পৌঁছানো হয়।

বৈঠক শেষে শামীম হাসান সরকার এক ভিডিও বার্তায় বলেন, “আমি প্রিয়াঙ্কাকে রাগ করে গালমন্দ করেছি। এটা ঠিক হয়নি। আমি লজ্জিত ও অনুতপ্ত। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং ভবিষ্যতে এমন আচরণ আর কখনো করব না।”
সংঘ থেকে তাকে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে এমন আচরণ করলে তার সদস্যপদ বাতিল হতে পারে।

অন্যদিকে, প্রিয়াঙ্কা প্রিয়াও একটি ভিডিও বার্তায় বলেন, “ধর্ষণের যে অভিযোগ উঠেছিল তা সত্য নয়। শারীরিক কোনো হেনস্তা হয়নি। আমি পুরো বিষয়টি না বুঝেই সংবাদ সম্মেলন করে ফেলি, যা আমার ভুল ছিল। আমি দুঃখিত।”

অভিনয়শিল্পী সংঘের সালিশ কমিটি উভয়ের বক্তব্য শোনার পর বিষয়টি নিষ্পন্ন করে দেয় এবং উভয়পক্ষই নিজেদের আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

আরো পড়ুন