চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হওয়ার দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
জামিনের আদেশ কারাগারে পৌঁছায় দুপুর সোয়া ১২টার দিকে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
কারামুক্ত হওয়ার পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন, তাদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। সহকর্মী, ইন্ডাস্ট্রির মানুষ, এমনকি সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে থেকেছেন—আপনাদের ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানাই—এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল।”
উল্লেখ্য, গত রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তবে গ্রেপ্তারের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।