ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাবির জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’। বুধবার (১৪ মে) এক বিবৃতিতে সংগঠনটি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে তারা ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শাহরিয়ার ঢাবির স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং শেখ হাসিনার সরকারের পতনের দাবিতে চলমান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। বিবৃতিতে বলা হয়, “সাম্য পরিবর্তনের স্বপ্ন দেখত, মানুষের অধিকারের জন্য লড়ত, সেই সাহসী ছাত্রই আজ প্রাণ হারাল নিজের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে। এটা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না।”
নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন, দেশে যখন জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন চলছে, তখন এমন ঘটনা বিশ্ববিদ্যালয় ও দেশের পরিবেশ অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হতে পারে। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করে বলেও তারা মন্তব্য করেন।
বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, “৫ আগস্টের পর সারাদেশে বিএনপি ও জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের টার্গেট করে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। কিন্তু এসব ঘটনার সুষ্ঠু তদন্ত বা বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে।”
সাদা দল দাবি করে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া সাম্যর পরিবারের দায়িত্ব সরকারিভাবে গ্রহণের দাবিও জানানো হয়।