দেশের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৩৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণাগার উন্নয়নের জন্য ২ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ৭০০ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটের আওতায় এই বরাদ্দ প্রদান করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের রাজস্ব বাজেট শাখা থেকে জারি করা আদেশে জানানো হয়, ‘গবেষণাগার সরঞ্জামাদি’ খাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেনের সই করা এই আদেশে বেশ কিছু শর্তও সংযুক্ত রয়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:
-
‘এ’ ক্যাটাগরি: ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ ৩২টি জেলার ১৯২টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা।
-
‘বি’ ক্যাটাগরি: ২৬টি জেলার ১২৬টি প্রতিষ্ঠান পেয়েছে ১ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
-
‘সি’ ক্যাটাগরি: ৬টি জেলার ২৪টি প্রতিষ্ঠান পেয়েছে ২০ লাখ ৮০ হাজার ৮০০ টাকা।
আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, এই অর্থ কেবল গবেষণাগার সরঞ্জামাদি কেনার জন্যই ব্যবহারযোগ্য। কোনো অবস্থাতেই অন্য খাতে এই অর্থ ব্যবহার করা যাবে না। এ ছাড়া শুধুমাত্র কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই এই বরাদ্দ প্রযোজ্য।
অর্থ উত্তোলনের নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠানের প্রধান বিলের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা/সার্বিক) বা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষরে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অর্থ উত্তোলন করতে হবে।