অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে পদত্যাগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় ড. ইউনূসের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, “স্যার (ড. ইউনূস) স্পষ্টভাবেই বলেছেন— আমি যদি কাজ করতে না পারি, তাহলে থেকে কী লাভ? তিনি মনে করছেন, রাজনৈতিক দলগুলোর আস্থা ও সমর্থন না পেলে তার পক্ষে কাজ চালিয়ে যাওয়া কঠিন।”
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি রাজনৈতিক জটিলতা আরও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে ড. ইউনূস নিজ দায়িত্ব পালনে অনিশ্চয়তা অনুভব করছেন।
নাহিদ ইসলাম জানান, তিনি ড. ইউনূসকে অনুরোধ করেছেন যেন এখনই পদত্যাগ না করেন এবং বরং জাতীয় ঐক্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যান। তার মতে, একমাত্র সমন্বিত প্রচেষ্টা ও ঐক্যের মাধ্যমেই বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব।
এদিকে বিএনপি বৃহস্পতিবার বিকেলে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা— মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে।
এই প্রেক্ষাপটে এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সংস্কার সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হলে আইন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকেও পদত্যাগে বাধ্য করা হতে পারে।”
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ইতোমধ্যে সামাজিক মাধ্যমে দেওয়া বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন বলে জানা গেছে।