Ridge Bangla

বৃষ্টি উপেক্ষা করেই লালগালিচায় হাঁটলেন পপ তারকা রিহানা

আন্তর্জাতিক পপ তারকা রিহানা অংশ নিয়েছেন ৭৮ তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘হাইয়েস্ট টু লুইয়েস্ট’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে তিনি হাজির হন কান শহরে। তার সঙ্গে ছিলেন স্বামী, র্যাপার রকি।

সন্ধ্যা নামার আগে দক্ষিণ ফ্রান্সের কান শহরের রাস্তায় যখন বৃষ্টির ফোঁটায় ভিজছেন উৎসুক দর্শকরা, ঠিক তখনই চমক হয়ে হাজির হন রিহানা ও রকি। বৃষ্টিকে উপেক্ষা করে তারা রেড কার্পেটের উপর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় হাঁটেন, ছড়ান আলো, দেন উড়ন্ত চুম্বন।

রেড কার্পেটের পরিবেশ তখন আরও রঙিন হয়ে ওঠে রিহানার ২০১৬ সালের হিট গান ‘ওয়ার্ক’-এর সুরে। গানের তালে পোজ দিতে দেখা যায় রিহানা ও রকিকে।

আকাশি রঙের দীর্ঘ গাউনে রিহানার উপস্থিতি ছিল নজরকাড়া। গর্ভাবস্থায়ও দৃষ্টিনন্দন সৌন্দর্যে ভেসে ওঠেন এই তারকা। এটি তাদের তৃতীয় সন্তানের আগমন হতে যাচ্ছে—সংবাদটি তারা ঘোষণা করেছিলেন মে মাসের শুরুতে মেট গালায়।

চলতি বছর ১৩ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের অন্যতম আকর্ষণ লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান তারকারা অংশ নেন বাহারি পোশাকে। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া রয়েছে ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’সহ নানা বিভাগে বিশ্বের বিভিন্ন ঘরানার চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

আরো পড়ুন