Ridge Bangla

সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রাণ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) রাতে এই তালিকা এবং একটি ব্যাখ্যামূলক বিবৃতি প্রকাশ করে সংস্থাটি।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান ও সহিংস পরিস্থিতির সময় দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে। সে সময় সরকারি স্থাপনায় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতির ভয়াবহতায় রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাধারণ নাগরিকদের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন এবং সাময়িক আশ্রয়ের জন্য সেনানিবাসে আশ্রয় চান।

মানবিক দৃষ্টিকোণে বিবেচনা করে ২৪ জন রাজনৈতিক নেতা, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তা ও ৫১ জন পরিবারের সদস্যসহ মোট ৬২৬ জনকে সেনানিবাসে সাময়িক আশ্রয় দেওয়া হয়। পরিচয় যাচাইয়ের আগেই প্রাণ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল বলে জানায় আইএসপিআর।

পরবর্তীতে, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে আশ্রয়গ্রহণকারীদের অধিকাংশই এক থেকে দুই দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। এই ৬২৬ জনের মধ্যে ৫ জনকে আইনি প্রক্রিয়ার আওতায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ১৮ আগস্ট একটি পৃথক বিজ্ঞপ্তিতে ১৯৩ জনের নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

আইএসপিআর বিবৃতিতে বিষয়টিকে পুরোপুরি মানবিক কার্যক্রম হিসেবে উল্লেখ করেছে এবং জাতীয় সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে।

আরো পড়ুন