Ridge Bangla

ঢাকা উত্তর সিটি করপোরেশনে চাকরি, পদ ৬৩, আবেদন করুন দ্রুতই

জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রতিষ্ঠানটি ৯ পদে ৬৩ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৫ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (নম্বর ৪৬.১০.০০০০.০০৫.১১.০১৮.২৩-৮০০, তারিখ ১১-০৯-২০২৩) অনুযায়ী পূর্বে আবেদন করা প্রার্থীদের নতুন করে আবেদন করার দরকার নেই।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পূর্ত)
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪. পদের নাম: উপকর কর্মকর্তা
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

  • তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

৫. পদের নাম: কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৬. পদের নাম: ভেটেরিনারি কর্মকর্তা
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের যোগ্যতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পশুচিকিৎসা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

  • ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পূর্ত)
পদসংখ্যা: ১৭টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৫ মে ২০২৫ তারিখে)

আবেদন ফি:
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২২৩ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়:
২৫ মে ২০২৫, বিকেল ৫টা।

আরো পড়ুন