Ridge Bangla

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২১ মে) ক্যাপিটাল জিউইশ জাদুঘরের বাইরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মার্কিন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম এক বিবৃতিতে বলেন, “জাদুঘরের কাছে এক হামলায় কর্মীদের নির্দয়ভাবে হত্যা করা হয়েছে।” তিনি জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলাকারীকে আইনের আওতায় আনতে সক্রিয়ভাবে কাজ করছে।

নোয়েম আরও বলেন, “ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। এটি একটি বিকৃত অপরাধ, যার বিচার নিশ্চিত করা হবে।”

ঘটনাস্থল ক্যাপিটাল জিউইশ জাদুঘরে সেদিন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আমেরিকান ইহুদি কমিটি। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “আমরা গভীরভাবে মর্মাহত। জাদুঘরের বাইরে এক অকথ্য সহিংসতার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছি।”

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন।

ওয়াশিংটন ডিসির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ঘটনাস্থলটি আপাতত জনসাধারণের জন্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য কিংবা হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে বলে বিশ্লেষকদের মত।

আরো পড়ুন