রাজধানী ঢাকার তীব্র যানজটে বিরক্তি প্রকাশ করেছেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, একসময় র্যাম্পে হাঁটতেন, আর এখন যেন প্রতিদিন সেই র্যাম্পে হাঁটা হয়ে যাচ্ছে ঢাকার রাস্তায়।
পিয়া লিখেছেন, “ঢাকায় সবসময়ই ট্রাফিক সমস্যা ছিল, তবে এখন অবস্থা আরও ভয়াবহ। প্রতিদিন কোনো না কোনো মোড়ে আন্দোলন হয়, আর তাতেই রাস্তাগুলো বন্ধ থাকে। একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন এখন আমাদের নতুন রুটিন।”
তিনি আরও জানান, কোথাও যেতে হলে তাকে এখন একাধিক বাহনের সমন্বয়ে যাত্রা করতে হয়। “এক জায়গায় যেতে গাড়িতে উঠি, এরপর হেঁটে, আবার রিকশা, বাইক… এইভাবে কোনোভাবে গন্তব্যে পৌঁছাতে হয়। এতে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছি,” বলেন পিয়া।
সবশেষে ক্ষোভ ঝাড়েন এই তারকা: “ঠিকমতো গন্তব্যে পৌঁছানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে কাজ করবো কীভাবে? কাজের চেয়ে এখন বড় সংগ্রাম হচ্ছে সময়মতো পৌঁছানো।”
পিয়ার এই পোস্টে অনেকেই সহমত জানিয়েছেন, যারা প্রতিদিন ঢাকার জ্যামে আটকে নাকাল হচ্ছেন। নেটিজেনরা মন্তব্য করছেন, শুধু তারকাদের নয়, এই দুর্ভোগ এখন সবার জন্যই প্রতিদিনের যুদ্ধ।