Ridge Bangla

যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরাইল: প্রত্যাশা নেতানিয়াহুর

ইসরাইল যুদ্ধ শেষ হওয়ার পর পুরো গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (২১ মে) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, “হামাসকে পরাজিত করা আমাদের স্পষ্ট ও ন্যায্য লক্ষ্য। আমরা এই লক্ষ্য অর্জনে শেষ পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ এখনো শেষ হয়নি।”

ভাষণে মানবিক সংকট প্রশমনে ইসরাইলের তিন-পর্যায়ের একটি পরিকল্পনার কথা জানান তিনি। পরিকল্পনার প্রথম ধাপে মৌলিক সাহায্য উপত্যকায় পৌঁছে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ইসরাইলি সেনাবাহিনীর মাধ্যমে সুরক্ষিত মার্কিন কোম্পানিগুলোর সহায়তায় খাদ্য বিতরণ পয়েন্ট খোলা হবে। তৃতীয় ধাপে গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার পর বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট অঞ্চল তৈরি করা হবে।

নেতানিয়াহু বলেন, “গাজার পরবর্তী নিরাপত্তা ইসরাইলের নিয়ন্ত্রণেই থাকবে।” যদিও আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে গাজায় সামরিক অভিযান বন্ধ ও মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জোরালো হচ্ছে, তবে এইসব চাপকে তিনি প্রত্যাখ্যান করেন।

যুদ্ধবিরতি প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, “গাজায় অন্তত ২০ জন ইসরাইলি বন্দি এখনো জীবিত রয়েছেন। যদি তাদের মুক্ত করার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগ আসে, আমরা তা বিবেচনায় নেব।”

নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরো পড়ুন