অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) রাজ্যে ভয়াবহ বন্যায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রেকর্ড পরিমাণ এই বৃষ্টিপাতকে সরকারিভাবে “প্রাকৃতিক দুর্যোগ” হিসেবে ঘোষণা করা হয়েছে।
জরুরি উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন দুই হাজারের বেশি কর্মী। মিড নর্থ কোস্ট এলাকায় একটি গাড়ি পানিতে আটকে গেলে এক নারী নিখোঁজ হন। আরেক ব্যক্তি একটি প্লাবিত সড়কের পাশে হাঁটার সময় নিখোঁজ হন।
তারে শহরে নদীর পানি ৬.৩ মিটার ছাড়িয়ে গেছে, যা শতবর্ষের রেকর্ড ভেঙে দিয়েছে।
এই দুর্যোগে মোট ২২ জনকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। এখনো এক হাজারের মতো বাড়িঘর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। নিউ সাউথ ওয়েলসের রাজ্যপ্রধান ক্রিস মিনস সতর্ক করে বলেছেন, “আমরা আরও খারাপ খবরের জন্য প্রস্তুত হচ্ছি।”
চলমান পরিস্থিতি বিবেচনায় দেশটির বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।