কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া সংঘাতের এক সপ্তাহ পরই চীন সফরে গিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিন দিনের সফরে তিনি গতকাল রওনা দেন। আজ বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন দার, যেখানে তৃতীয় পক্ষ হিসেবে উপস্থিত থাকবেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
পাকিস্তানি দৈনিক ডনের তথ্য অনুযায়ী, ইসহাক দার পাকিস্তানে ফিরবেন ২২ মে। বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ত্রিপাক্ষিক বৈঠকের আলোচনার মূল বিষয়বস্তু হবে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি। বিশেষ করে পেহেলগামের বন্দুক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা এই আলোচনায় উঠে আসতে পারে। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী মূলত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময় করবেন।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ইসহাক দারের এই সফরটি পাকিস্তান ও চীনের মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক বিনিময়ের অংশ এবং দুই দেশের মধ্যে ‘অবিচল ও কৌশলগত অংশীদারিত্ব’কে আরও জোরদার করার প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।