ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার মধ্যেও জমকালোভাবে শুরু হয়েছে ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা, যার আয়োজন করা হয়েছে ভারতের হায়দ্রাবাদের তেলেঙ্গানায়। এবারের আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন মডেল আকলিমা আতিকা কনিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আকলিমা হাজির হন এক ব্যতিক্রমী রিকশা-প্রাণবন্ত গাউনে, যা তৈরি করা হয়েছিল সত্যিকারের রিকশার হুড এবং বিভিন্ন উপাদান ব্যবহার করে। উজ্জ্বল লাল বেইসে বাহারি রঙের এই গাউনটি পরে আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটেন আকলিমা, যা দর্শকদের মুহূর্তেই মুগ্ধ করে।
পোশাকটির নকশা করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থী রাইসা আমিন শৈলী। তিনি ২০২৪ সালের আগস্টে ঢাকার ধানমন্ডিতে রিকশার জট থেকে এই ডিজাইনের অনুপ্রেরণা পান। রিকশার পেছনের জনপ্রিয় লেখা “মা-বাবার দোয়া” দেখে তিনি অনুভব করেন, যেভাবে মা-বাবা সন্তানকে নীরবে আগলে রাখেন, সেভাবে গাউনের পেছনেও সেই বার্তাটি যুক্ত করা যায়।
রাইসা বলেন, “এই ডিজাইনের মাধ্যমে আমি আমাদের সংস্কৃতি, পরিবারের প্রতি শ্রদ্ধা ও নারীর আত্মবিশ্বাস তুলে ধরতে চেয়েছি।”
আকলিমা কেবল সৌন্দর্য নয়, তার বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাও তাকে মিস ওয়ার্ল্ড মঞ্চে অনন্যভাবে উপস্থাপন করছে।