জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের ওপর তাদের কোনো আস্থা নেই। মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে ২০২২ সালের ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন’-এর ভিত্তিতে, যা প্রণয়ন করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। এই আইন ও কমিশন গঠনের প্রক্রিয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বরাবরই অগ্রহণযোগ্য ছিল।”
আখতার হোসেন অভিযোগ করেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কারের কোনো প্রস্তাব বিবেচনায় না নিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যা কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।”
তিনি আরও বলেন, “পলাতক ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার প্রস্তাব নাকচ করে কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে।” এছাড়া, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই রাতারাতি নির্বাচনী গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আখতার হোসেন বলেন, “কমিশনের একতরফা পদক্ষেপ ও আইন লঙ্ঘনের ঘটনা প্রমাণ করে যে তারা সরকারের অনুগত একটি সংস্থায় পরিণত হয়েছে। এ ধরনের নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”