দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে প্রধান উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের অপচেষ্টা দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে।” তিনি নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক ভূমিকার প্রশংসা করেন এবং আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও আন্তঃবাহিনী সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।