চূড়ান্ত সূচি অনুযায়ী আইপিএল ২০২৫-এর ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। তবে অপ্রত্যাশিত বিরতি ও আবহাওয়া নিয়ে আশঙ্কার কারণে বদলে গেছে ভেন্যু। প্লে-অফের বাকি ম্যাচগুলো এবং ফাইনাল আয়োজনের দায়িত্ব এখন চলে গেছে চণ্ডীগড় ও আহমেদাবাদে। আগামী ৩ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
ভেন্যু বদলের খবরে কলকাতার সমর্থকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই বিক্ষোভ করেছেন, কিন্তু তাতে কোনও ফল হয়নি।
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে ৯ মে আইপিএল সাময়িক স্থগিত হয়। এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর ১৭ মে প্রতিযোগিতা ফের শুরু হলেও সেদিনই বৃষ্টিতে খেলা ভেসে যায়। নতুন সূচি অনুযায়ী, কোয়ালিফায়ার-১ ম্যাচ ২৯ মে নিউ চণ্ডীগড়ের পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরদিন, ৩০ মে এলিমিনেটর ম্যাচ। কোয়ালিফায়ার-২ ও ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
৩ জুন ফাইনাল ম্যাচের দিন কলকাতায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ, এমন তথ্য দিয়েছে একটি আমেরিকান বেসরকারি আবহাওয়া অ্যাপ। যদিও আলিপুর বা দিল্লির সরকারি আবহাওয়া দপ্তর এখনো এমন পূর্বাভাস দেয়নি। কারণ হিসেবে বলা হচ্ছে, এক সপ্তাহ আগেই নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
তবে শুধু আবহাওয়ার কারণেই নয়, ভেন্যু পরিবর্তনের নেপথ্যে রাজনৈতিক প্রভাবও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের সঙ্গে মোদি-অমিত শাহের কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, প্লে-অফ ও ফাইনালের ভেন্যু পরিবর্তন করা হয়েছে যাতে প্রতিকূল পরিস্থিতিতে খেলাগুলো নির্বিঘ্নে আয়োজন করা যায়। এছাড়া বৃষ্টির কথা মাথায় রেখে লিগ পর্বের বাকি ম্যাচগুলোতে কাট-অফ টাইমের বাইরে অতিরিক্ত ১২০ মিনিট সংরক্ষিত রাখা হয়েছে।