Ridge Bangla

মেসির আইকনিক ১০ নং জার্সির মালিক ইয়ামালই হচ্ছেন

শেষ পর্যন্ত হয়তো লিওনেল মেসির যোগ্য উত্তরসূরিকে খুঁজে পেল বার্সেলোনা। আর্জেন্টাইন কিংবদন্তির ক্লাব ছাড়ার পর ১০ নম্বর জার্সির ভার তুলে দেওয়া হয়েছিল আনসু ফাতির কাঁধে। যদিও শুরুতে সম্ভাবনা দেখালেও সেই দায়িত্বের ভার বহন করতে পারেননি ফাতি। বরং বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছেন এই উইঙ্গার। তবে এবার বার্সা ভরসা খুঁজে পেয়েছে এক নতুন মুখে—লামিনে ইয়ামাল।

মাত্র ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তরুণকে বলা হচ্ছে ফুটবলের ‘নেক্সট বিগ থিং’। চলতি মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠতে বড় অবদান রেখেছেন ইয়ামাল। ৫৪ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে নিজের জাত চিনিয়েছেন।

আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ব্যালন ডি’অরেরও অন্যতম দাবিদার হয়ে উঠেছেন তিনি। তার এমন পারফরম্যান্সে বার্সেলোনা দ্রুতই তাকে নতুন দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনতে চাইছে।

আগামী জুলাইয়ে ১৮ বছরে পা দেবেন ইয়ামাল। সেই সময়ই তার সঙ্গে নতুন চুক্তি করবে বার্সেলোনা এবং আনুষ্ঠানিকভাবে তুলে দেবে লিওনেল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি। বার্সার ঐতিহ্যবাহী এই জার্সি পেতে চলেছেন এক তরুণ যিনি ইতোমধ্যেই ক্লাবের আক্রমণভাগে লেভানদোভস্কি ও রাফিনিয়ার সঙ্গে গড়ে তুলেছেন দুর্দান্ত জুটি।

বর্তমানে ১০ নম্বর জার্সির মালিক আনসু ফাতি এই মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

নতুন চুক্তিতে ইয়ামালকে দেওয়া হবে আকর্ষণীয় বেতন ও একটি রেকর্ড গড়া রিলিজ ক্লজ—১ বিলিয়ন ইউরো! অর্থাৎ, চুক্তি শেষ হওয়ার আগে কোনো ক্লাব যদি তাকে দলে নিতে চায়, সেটাই হবে মূল্যসীমা।

বার্সার কিংবদন্তি মেসির উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সিতে নাম লেখাতে চলেছেন ইয়ামাল। কাতালান সমর্থকরা হয়তো এবার সত্যিই নতুন যুগের শুরু দেখছেন।

আরো পড়ুন