Ridge Bangla

কানাডায় ইউজিসি-ম্যাকগিল পিএইচডি বৃত্তি, থাকছে নানা সুবিধা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে। নির্বাচিত পিএইচডি শিক্ষার্থীরা চার বছর পর্যন্ত বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

যেসব বিষয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে

১. জীবনযাত্রার ব্যয়ের জন্য বার্ষিক ১৫ হাজার কানাডিয়ান ডলার।
২. স্বাস্থ্য ও জীবনযাত্রার বিমা পরিকল্পনার জন্য প্রায় ১ হাজার ১০০ কানাডিয়ান ডলার।
৩. বেতন থেকে বার্ষিক সহায়তা প্রায় ৯ হাজার ৮০০ কানাডিয়ান ডলার।
৪. প্রত্যাবর্তন বিমানভাড়া বাবদ প্রায় ৩ হাজার কানাডিয়ান ডলার।
৫. ম্যাকগিল প্রতিবছর কুইবেক উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শিক্ষার সম্পূর্ণ খরচ (প্রায় ২০ হাজার ২১৪ কানাডিয়ান ডলার) বহন করবে, তবে স্বাস্থ্যবিমা ব্যতীত।

দরকারি তথ্য

১. আগ্রহী প্রার্থীরা ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি পছন্দের ডক্টরাল প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
২. জানুয়ারি (শীতকালীন) সেশনের জন্য আবেদনপত্র জমা দিতে হবে ১ আগস্টের আগে এবং সেপ্টেম্বর (শরৎকালীন) সেশনের জন্য ১৫ জানুয়ারির মধ্যে।
৩. আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করতে হবে যে প্রার্থী ইউজিসি-ম্যাকগিল ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে আবেদন করছেন।
৪. বিস্তারিত তথ্য ইউজিসি (https://ugc.gov.bd/) ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
৫. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুন ২০২৫, তার আগেই আবেদন ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে পৌঁছাতে হবে।

আরো পড়ুন