Ridge Bangla

ডিসেম্বরে নির্বাচন প্রয়োজন, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

বুধবার (২১ মে) সকালে ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় (অফিসার্স অ্যাড্রেস) তিনি এ মন্তব্য করেন। সভায় ঢাকার বাইরের ইউনিটের কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় সেনাপ্রধান সেনাবাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কিছু মহল সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।

জেনারেল ওয়াকার আরও বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই হওয়া উচিত। এতে জাতীয় স্বার্থ ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, সেনাবাহিনী কখনও দেশের সার্বভৌমত্বের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে যুক্ত হবে না এবং কাউকে তা করতে দেবে না। আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল।

ঈদ উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহায়তার কথাও উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, ভবিষ্যতেও করবো।”

আরো পড়ুন