Ridge Bangla

নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের কারণ হিসেবে তার নামে পূর্বের একটি মামলার তদন্তাধীন অবস্থা উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ মে) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “নুসরাত ফারিয়ার নামে একটি তদন্তাধীন মামলা রয়েছে। যদি তিনি নির্দোষ প্রমাণিত হন, তবে তাকে মুক্তি দেওয়া হবে।”

জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থান সংক্রান্ত সহিংসতায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের পাশাপাশি, নির্দোষ কেউ যাতে ভোগান্তির শিকার না হয়—সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

এর আগে সোমবার সকালে ঢাকার ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় ফারিয়াকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন।

ভাটারা থানার সূত্র জানায়, থানায় আনার পর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন। তিনি বাংলাদেশ এবং ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং ও উপস্থাপনাতেও সুনাম অর্জন করেছেন।

আরো পড়ুন