Ridge Bangla

বিএসএফের গুলিতে যুবক আহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. সামছু মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার (১৯ মে) ভোররাতে চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। আহত সামছু মিয়া উপজেলার রাজাপাড়া গ্রামের মোহাম্মদ সত্তার মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, চারজন চোরাচালানকারী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা প্রথমে তাদের বাধা দেয়। পরে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি ছোড়ে, এতে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “ভারতের সীমান্ত এলাকায় বর্তমানে কারফিউ চলমান থাকায় বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সতর্ক থাকতে হবে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি তৎপরতা বাড়িয়েছে।”

আরো পড়ুন