পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে-অফ পর্বে খেলার জন্য বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সোমবার (১৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পিএসএল খেলার জন্য আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে।
এর আগে, সোমবার সকালে এনওসির জন্য বিসিবিতে আবেদন করেন মিরাজ। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস। আবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিসিবি এনওসি অনুমোদন করে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএল খেলতে পারবেন মিরাজ। এটি মিরাজের জন্য বিশেষ একটি সুযোগ, কারণ এই প্রথমবারের মতো তিনি দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগে পিএসএলের মাঝপথে সাকিব আল হাসানকেও অন্তর্ভুক্ত করেছে লাহোর কালান্দার্স।
বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে একটি টি–টোয়েন্টি সিরিজ খেলছে, তবে সেই দলে মিরাজকে রাখা হয়নি—যার ফলে তার বিদেশি লিগে অংশগ্রহণে কোনো বাধা ছিল না।