২০২৪ সালে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর আক্রমণের ভয়াবহতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ‘সেফগার্ডিং হেলথ ইন কনফ্লিক্ট কোয়ালিশন (SHCC)’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রতিদিন গড়ে ১০টি হামলা হয়েছে স্বাস্থ্যখাতের ওপর।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ১৫% বেশি হামলা রেকর্ড করা হয়েছে—মোট ৩,৬২৩টি। এই হামলার মধ্যে রয়েছে হাসপাতাল ও ক্লিনিক লক্ষ্য করে চালানো বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এছাড়া রয়েছে লুটপাট, দখল এবং স্বাস্থ্যকর্মীদের গ্রেপ্তার, অপহরণ ও হত্যা।
এসব হামলায় এ পর্যন্ত ৯২৭ জন স্বাস্থ্যকর্মী নিহত, ৪৭৩ জন গ্রেপ্তার এবং ১৪০ জন অপহৃত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।
সবচেয়ে বেশি হামলা হয়েছে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে। বিশেষ করে ইসরায়েলি বাহিনীর হাতে হয়েছে গ্রেপ্তারের ৫৫% এর বেশি। লেবাননে ‘অপারেশন নর্দার্ন অ্যারোজ’ চলাকালে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিস্ফোরক অস্ত্র ব্যবহারের হার ৩৬% থেকে বেড়ে ৪৮%-এ পৌঁছেছে। এর বড় একটি অংশই সংঘটিত হয়েছে ড্রোন হামলার মাধ্যমে।
SHCC উদ্বেগ প্রকাশ করে বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুরক্ষা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। সংস্থাটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অপরাধীদের বিচারের আওতায় আনা, তথ্য বিনিময় জোরদার করা এবং যুদ্ধক্ষেত্রে স্বাস্থ্যসেবা নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।