Ridge Bangla

প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করছে বাংলাদেশ

বাংলাদেশ প্রথমবারের মতো চীনে আম রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের জুনের প্রথম সপ্তাহ থেকেই চীনে আম পাঠানো শুরু হবে। এ বিষয়ে শিগগিরই দুই দেশের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

সূত্র জানায়, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল রোববার (১৮ মে) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আম রপ্তানিসহ কৃষিপণ্য বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

আলোচনায় চীনা রাষ্ট্রদূত বেইজিংয়ের কাঁঠাল আমদানিতে আগ্রহের কথাও জানান। তিনি প্রত্যাশা করেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে আগামী বছর থেকে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির পথ সুগম হবে।

এ ছাড়া সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কাঁচা চামড়া আমদানির বিষয়েও আলোচনা করেন।

চীনে যেকোনো খাদ্যপণ্য রপ্তানির জন্য সে দেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি) থেকে নিবন্ধন নিতে হয়। গত বছরের জুলাইয়ে বাংলাদেশি আমের জন্য নিবন্ধন মঞ্জুর করেছে জিএসিসি। তবে কাঁঠাল ও পেয়ারা রপ্তানির অনুমোদন এখনো মেলেনি।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনে আমসহ বিভিন্ন কৃষিপণ্য রপ্তানির জন্য বাংলাদেশ আবেদন করেছিল। কিন্তু কোভিড-১৯ মহামারিসহ নানা প্রতিবন্ধকতায় বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। ছয় বছর পর অবশেষে চীনে আম রপ্তানির পথ খুলতে যাচ্ছে।

আরো পড়ুন