নতুন ছবি মুক্তি পেলেই সিনেমাপ্রেমীদের চোখ থাকে বক্স অফিসের দিকে। এক সময় ভারতীয় সিনেমায় ১০০ কোটি রুপি আয় করাই ছিল বিরাট সাফল্যের মাপকাঠি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মাপকাঠি বদলেছে—এখন হিসাব চলে হাজার কোটিতে। বলিউডের শাহরুখ, সালমান, অক্ষয়দের মতো তারকারা একাধিকবার এই মাইলফলক ছুঁয়েছেন। তবে দক্ষিণ ভারতের তারকারাও কম যান না—তারা নিয়মিতই প্রতিদ্বন্দ্বিতা করছেন আয় এবং জনপ্রিয়তায়।
তবে এদের সবার মধ্যেও আলাদা হয়ে উঠেছেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। তিনি শুধু সুপারহিট সিনেমা উপহার দেননি, বরং বক্স অফিস আয়ে গড়েছেন একের পর এক রেকর্ড।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বিজয়ের সর্বশেষ আটটি সিনেমা প্রত্যেকটিই বক্স অফিসে ২০০ কোটির বেশি আয় করেছে। ২০১৭ সালে অ্যাটলি পরিচালিত ‘মার্শাল’ ছিল তার প্রথম ২০০ কোটির সিনেমা। এরপর একে একে এসেছে ‘সরকার’, ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’, ‘লিও’ এবং সর্বশেষ ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’—সব কটিই আয় করেছে বিশাল অঙ্ক।
বিশেষ করে ‘লিও’ সিনেমাটি আয় করেছে ৬০৫ কোটি রুপি, যা রজনীকান্তের ‘জেলার’-এর রেকর্ডও ভেঙে দেয়। বিজয়ের সর্বশেষ সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ইতোমধ্যে আয় করেছে ৪০০ কোটির বেশি।
এই সাফল্য শুধু আর্থিক দিকেই সীমাবদ্ধ নয়। এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা ২০০ কোটি আয় করার নজির নেই—even শাহরুখ খান, সালমান খান কিংবা অক্ষয় কুমারও এই কৃতিত্বের ধারেকাছেও আসতে পারেননি।
গত ১০ বছরে ধারাবাহিক সুপারহিট দিয়ে থালাপতি বিজয় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের অন্যতম সফল অভিনেতা হিসেবে। তবে অভিনয়ের এই বিশাল সাফল্যের পর, শোনা যাচ্ছে তিনি আগামী বছর রাজনীতিতে যোগ দেওয়ার মাধ্যমে চলচ্চিত্র থেকে বিদায় নিতে চলেছেন।