Ridge Bangla

মিথিলা বলেছেন, অভিনয় আমার ফুলটাইম প্রফেশন না

অভিনয় নয়, উন্নয়নকর্মী হিসেবেই নিজের আসল পরিচয় তুলে ধরলেন রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশ ও কলকাতার অভিনয় জগতে সমানভাবে জনপ্রিয় হলেও মিথিলা জানিয়েছেন, অভিনয় তার পূর্ণকালীন পেশা নয়। বরং উন্নয়ন খাতেই তিনি বেশি সময় দেন এবং সেটিকেই তার মূল পেশা হিসেবে বিবেচনা করেন।

শুক্রবার রাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে মিথিলা বলেন, “অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার মূল পেশা। সেখানে আমার দায়িত্ব ও সময়ের দাবি অনেক বেশি। অভিনয় করি ভালো লাগা থেকে, তবে পরিকল্পনার সুযোগ নেই।”

সাম্প্রতিক কাজের প্রসঙ্গে মিথিলা উল্লেখ করেন, “গত ঈদে আমার অভিনীত ‘অ্যালেন স্বপন টু’ মুক্তি পেয়েছে। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এছাড়া দীপ্ত টিভির একটি ট্যালেন্ট শো’তে বিচারক হিসেবে কাজ করেছি, যেখানে কিছু নতুন প্রতিভাবান মুখ পেয়েছি।”

অভিনয়ের প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে যদি ভালো প্রস্তাব পাই, তাহলে অবশ্যই কাজ করবো। তবে সেটা আমার মূল পেশার সঙ্গে সামঞ্জস্য রেখে।”

উন্নয়নকর্মী হিসেবে তার ব্যতিক্রমী যাত্রা এবং পাশাপাশি শিল্পচর্চা এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আরো পড়ুন