মাতৃত্বের নতুন অধ্যায়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী দীপিকা কক্কর। সদ্যজাত সন্তান রুহানকে ছাড়া এক মুহূর্তও কাটাতে পারেন না তিনি। তবে এই আনন্দময় সময়েই নেমে এসেছে দুঃসংবাদ—দীপিকার শরীরে ধরা পড়েছে লিভারে টিউমার।
এই তথ্য নিশ্চিত করেছেন তার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম। তিনি জানান, কিছুদিন আগে দীপিকার পেটে ব্যথা শুরু হয়। প্রথমে সেটি গ্যাস্ট্রিক সমস্যা মনে করে ওষুধ খাওয়া শুরু করেন, কিন্তু ব্যথা না কমায় চিকিৎসকের পরামর্শে রক্তপরীক্ষা ও পরে সিটি স্ক্যান করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে, দীপিকার পেটের বাঁ পাশে একটি টিউমার রয়েছে, যার আকার টেনিস বলের মতো।
শোয়েব বলেন, “রিপোর্ট দেখে আমরা হতবাক হয়ে যাই। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।” তিনি আরও জানান, এখনও কিছু পরীক্ষার রিপোর্ট বাকি আছে এবং সেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন তারা।
চিকিৎসকেরা দীপিকাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। স্ত্রী ও সন্তানের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় আছেন শোয়েব।
উল্লেখ্য, দীপিকা কক্কর হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। ২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন তিনি। বিচ্ছেদের পর নতুন করে গড়ে তোলা এই সংসারে সন্তানের আগমন নিয়ে যখন খুশির আবহ, তখনই এই রোগের খবর তাদের পরিবার ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।