ভারত সরকার বাংলাদেশি পণ্যের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে, যার ফলে বন্ধ হয়ে গেছে উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থলবন্দর। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এসব বন্দর দিয়ে আর বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। শনিবার (১৭ মে) ভারতের সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের ফুলবাড়ি স্থলবন্দর। বাংলাদেশ যে পরিমাণ পণ্য ভারতে রপ্তানি করে, তার প্রায় ৯৩ শতাংশই এই বন্দরগুলোর মাধ্যমে পাঠানো হয়।
নতুন নীতিমালা অনুসারে, এখন থেকে শুধুমাত্র নহাভা শেভা ও কলকাতা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ করতে পারবে। তবে নেপাল ও ভুটানে ট্রানজিট পণ্য পাঠানোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘদিন ধরে একতরফাভাবে তাদের পণ্য ভারতে প্রবেশের সুবিধা পেলেও ভারতীয় পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ সেই সুবিধা দিচ্ছে না।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মন্তব্য করেন যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল সমুদ্রবেষ্টিত নয় এবং বাংলাদেশই এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথের সংযোগ। এরপর থেকেই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করে এবং সর্বশেষ এই নিষেধাজ্ঞা জারি করে।