Ridge Bangla

মুলারের বিদায়ী ম্যাচে ঘরের মাঠে বড় জয় পেলো বায়ার্ন

জার্মান বুন্ডেসলিগায় হফেনহাইমকে ৪-০ গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচটি ছিল আরও একটি কারণে স্মরণীয়—এটাই ছিল ক্লাব কিংবদন্তি টমাস মুলারের বিদায়ী ম্যাচ।

৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড তার পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়েছেন বায়ার্ন মিউনিখে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি জিতেছেন ১৩টি বুন্ডেসলিগা শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শেষ ম্যাচে তাকে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েন মুলার নিজেই, বিষাদ ছড়িয়ে পড়ে গোটা মাঠে, সমর্থকরাও চোখের জল ধরে রাখতে পারেননি।

হফেনহাইমের বিপক্ষে ম্যাচটি ছিল মুলারের ৫০৩তম বুন্ডেসলিগা ম্যাচ—যা তাকে সর্বকালের তালিকায় ১২তম স্থানে তুলেছে। তবে বিদায়ী ম্যাচে গোল করতে পারেননি তিনি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন, তার জায়গায় নামেন হ্যারি কেন।

ম্যাচের ৩৩তম মিনিটে ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিস ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধে হফেনহাইমের আন্দ্রেজ ক্রামারিচ একক প্রচেষ্টায় গোলের সুযোগ পেলেও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের সামনে ব্যর্থ হন।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। জশুয়া কিমিচের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এরপর সার্জ নাব্রির নিচু শট এবং হ্যারি কেনের ২৬তম লিগ গোল বায়ার্নকে এনে দেয় ৪-০ গোলের বড় জয়।

বায়ার্নের আরেক তারকা এরিক ডায়ারও এই ম্যাচে শেষবারের মতো খেলেছেন ক্লাবের হয়ে। গ্রীষ্মে তিনি ফ্রি ট্রান্সফারে যোগ দিতে যাচ্ছেন ফরাসি ক্লাব মোনাকোতে। এছাড়া শেষদিকে বদলি হিসেবে মাঠে নামেন লেরয় সানে, যাকে ঘিরে গ্রীষ্মকালীন দলবদলের গুঞ্জন চলছে।

বায়ার্ন মিউনিখ ১৩ পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা জিতে নিয়েছে বায়ার লেভারকুসেনকে পেছনে ফেলে। অন্যদিকে হফেনহাইম হারলেও অবনমন-প্লে-অফ অঞ্চলের বাইরে থেকেই মৌসুম শেষ করতে পেরেছে।

আরো পড়ুন