আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে এবার সরাসরি পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করবেন যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে।
রোববার (১৮ মে) রাতে ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, স্থানীয় সময় সকাল ১০টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, পুতিনের সঙ্গে কথোপকথনের পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটোর কয়েকজন নেতার সঙ্গেও আলাদা করে কথা বলবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে। এরপর থেকে যুদ্ধ অব্যাহত রয়েছে। রাশিয়া চায় ইউক্রেন যেন কোনোভাবে ন্যাটোতে যোগ না দেয়, অন্যদিকে ইউক্রেন পশ্চিমা শক্তির সহায়তায় ন্যাটো সদস্যপদের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
গত শুক্রবার (১৭ মে) ইস্তাম্বুলে ২০২২ সালের পর প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেন মুখোমুখি আলোচনায় বসে। তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও, উভয় পক্ষ বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।
ট্রাম্প বলেন, “আমি আশা করি এটি একটি ফলপ্রসূ আলোচনা হবে। যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই ভয়াবহ যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না, তা শেষ হবে।” তিনি আরও বলেন, যদি পুতিন ইস্তাম্বুলের আলোচনায় অংশ নিতেন, তবে তিনিও সেখানে উপস্থিত থাকতে প্রস্তুত ছিলেন।
বিশ্লেষকদের মতে, এই আলোচনায় সত্যিকার অগ্রগতি কতটা হবে, তা নির্ভর করছে দুই নেতার বাস্তবিক অবস্থান ও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর।