ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে বজ্রপাতের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় একটি তুলার গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের একটি প্রবল শব্দে এলাকার একটি খেজুর গাছে আগুন ধরে যায়। গাছের জ্বলন্ত অংশ পাশেই থাকা আমির হোসেনের মালিকানাধীন তুলার গোডাউনের ওপর পড়ে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে গোডাউনের অধিকাংশ তুলা পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী দিপংকর ঘোষ বলেন, “বজ্রপাতের সময় খেজুর গাছটি আগুনে দগ্ধ হয়। সেই আগুনই গোডাউনে গিয়ে লাগে।”
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।”
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
এ ঘটনায় কানাইপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভাষ্যে, এ ধরনের বজ্রপাতজনিত অগ্নিকাণ্ড এ এলাকায় এই প্রথম ঘটল এবং ঘটনাটিকে তারা ‘বিরল দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করছেন।