রাজধানীর গুলিস্তানে মিছিল করার সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার, ১৮ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গুলিস্তানে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় রেখে গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিলেন।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত আওয়ামী লীগ গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক, প্রচার এবং মিছিলের চেষ্টা চালিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এসব তৎপরতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ধরনের যেকোনো বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।