রাজধানী ঢাকার মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, যা দ্রুত বস্তিজুড়ে ছড়িয়ে পড়ে। রাত ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আরও ইউনিট পাঠানো হয় এবং এখন পর্যন্ত মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তীব্র যানজটের কারণে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বস্তি ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়া দেখে তারা বাইরে বেরিয়ে আসেন এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে দেখা যায়।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন হলে আরও ইউনিট সংযুক্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।