Ridge Bangla

মেহেরপুরে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

মেহেরপুরে শনিবার (১৭ মে) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ফসল, গাছপালা ও বিদ্যুৎবিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমগাছ ও ফসলের। বহু আমগাছের ডাল ভেঙে পড়েছে এবং গাছ থেকে আগাম আম ঝরে গেছে। ২০ মে থেকে শুরু হওয়ার কথা ছিল হিমসাগর আম সংগ্রহ মৌসুম। এর আগেই এমন বিপর্যয়ে বিপাকে পড়েছেন আমচাষি ও ব্যবসায়ীরা।

এছাড়া বোরো ধানের ক্ষেত ও কলাগাছের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের ধান মাটিতে নুয়ে পড়েছে, বহু কলাগাছ ভেঙে পড়েছে। আমঝুপি গ্রামের কৃষক আব্দুল হক জানান, তার তিন বিঘা জমির সব কলাগাছ ভেঙে গেছে।

ঝড়ে বিদ্যুতের খুঁটির ওপর গাছ পড়ে মেহেরপুর সদর ও মুজিবনগরের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শতবর্ষী কড়ই গাছের ডালপালা ভেঙে মহাসড়ক ও গ্রামীণ রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর।

আরো পড়ুন