এক বছর বন্ধ থাকার পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জন বাংলাদেশি শ্রমিকের তালিকা চূড়ান্ত করেছে দেশটি। বৃহস্পতিবার (১৫ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব শ্রমিক শেষ মুহূর্তে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের নতুন করে সুযোগ দেওয়া হবে।
আসিফ নজরুল বলেন, সেই প্রতিশ্রুতির ভিত্তিতে প্রায় ১৭ হাজার শ্রমিকের একটি তালিকা নিয়ে আলোচনার সূত্রপাত হয়। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ধাপে ধাপে এসব শ্রমিককে নেবে। প্রথম ধাপে ৭,৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং তাদের দ্রুত কর্মস্থলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের জন্য শ্রমবাজারে একটি ইতিবাচক সঙ্কেত এবং দীর্ঘদিন অপেক্ষমাণ শ্রমিকদের জন্য আশার আলো হয়ে উঠবে।