Ridge Bangla

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএইএ’র তত্ত্বাবধানে রাখার দাবি জানিয়েছেন রাজনাথ সিং

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় পারমাণবিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান থেকে আসা হুমকির জেরে পারমাণবিক ভীতিও ছড়িয়েছে অঞ্চলজুড়ে। এ প্রেক্ষাপটে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর তত্ত্বাবধানে নেওয়ার দাবি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১৫ মে) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর সফরকালে তিনি ইসলামাবাদের পারমাণবিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় তিন দশকের মধ্যে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার সময় এই মন্তব্য করেন রাজনাথ।

ভারতের সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট। আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার কতটা দৃঢ়—তা প্রমাণ হয়েছে, কারণ আমরা পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়া করিনি। পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।”

তিনি আরও বলেন, “আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে নেওয়া উচিত।”

IAEA হলো জাতিসংঘের একটি নজরদারি সংস্থা, যার সদর দপ্তর ভিয়েনায়। সংস্থাটি বিশ্বজুড়ে পারমাণবিক কর্মসূচিগুলোর শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করে। ভারতের সঙ্গে ২০০৮ সালের চুক্তির আওতায় সংস্থাটি ভারতের বেশ কয়েকটি বেসামরিক পারমাণবিক স্থাপনাও পর্যবেক্ষণ করছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৮ সালে পারস্পরিক পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত ও পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দশকের পর দশক ধরে চলে আসা বৈরিতার ফলে এই অঞ্চল বিশ্বে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পারমাণবিক সংঘর্ষস্থল হিসেবে বিবেচিত হয়ে উঠেছে।

আরো পড়ুন