Ridge Bangla

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ২৩ মোটরসাইকেল ভাঙচুর

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং অন্তত ২৩টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই উত্তেজনা ও সহিংসতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির তিনজন মনোনয়নপত্র উত্তোলনের পর জামায়াতের নেতাকর্মীরা তাদের প্রার্থীর পক্ষ থেকে মনোনয়ন তুলতে গেলে বিএনপি তা প্রতিহত করার চেষ্টা করে। এর জেরে শুরু হয় কথা কাটাকাটি, ধস্তাধস্তি ও পরে সংঘর্ষ।

পরে উভয়পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে একে অপরের কার্যালয়ে হামলা চালায়। বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন বিএনপির মামুন, কামরুল ইসলাম, আছিম উদ্দিন, রতন মোল্লা এবং জামায়াতের সাইদুল ইসলাম। সংঘর্ষের খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, নির্বাচনের মনোনয়ন কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ করা হবে। সংঘর্ষ কলেজের বাইরে ঘটায়, এ বিষয়ে তিনি অবগত নন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন