চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘পুলসিরাত’-এর নাম পরিবর্তন করা হয়েছে আপত্তির কারণে। এখন ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’।
রোশান জানান, ‘পুলসিরাত’ নামটি ইসলামিক অর্থবোধক হওয়ায় প্রিভিউ কমিটির পক্ষ থেকে এটি পরিবর্তনের নির্দেশনা আসে। অথচ ২০২২–২৩ অর্থবছরে সিনেমাটি ‘পুলসিরাত’ নামেই সরকারি অনুদান পেয়েছিল।
পরিচালক রাখাল সবুজ বলেন, “আমরা যখন অনুদান পেয়েছিলাম, তখন এই নামেই স্ক্রিপ্ট জমা দিয়েছি। কিন্তু প্রিভিউ কমিটিতে জমা দেওয়ার পর বলা হয়, ইসলামিক শব্দের সঙ্গে সাদৃশ্য থাকায় নাম পরিবর্তন করতে হবে। যদিও ছবির গল্পে ইসলামিক কোনো উপাদান নেই, তবুও সরকারি নির্দেশনা হওয়ায় আমাদের মেনে নিতে হয়েছে।”
তিনি আরও জানান, দুই সপ্তাহ আগে ‘সরদার বাড়ির খেলা’ নামে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে নাম বদলের কারণে প্রচারণায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নির্মাতা, কারণ এরইমধ্যে ‘পুলসিরাত’ নামেই ছবিটির প্রচার-প্রচারণা চলছিল।
রাখাল সবুজ বলেন, “পুলসিরাত নামটি দর্শকের কাছে বেশ আকর্ষণীয় ছিল। এমনকি ছবিতে এই নাম নিয়ে একটি গানও রয়েছে। তাই গানটি রাখা হয়েছে এবং ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে: ‘বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার’।”
রোশান জানান, সিনেমাটির গল্প লাঠিখেলা ঘিরে। এক তরুণের জীবনের নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে গল্পের মূল ধারা। নির্মাতা নিশ্চিত করেছেন, ছবিটি আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।