Ridge Bangla

দেশের নাম পরিবর্তনে জাতীয় নাগরিক পার্টির আপত্তি

সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের নাম পরিবর্তনের সুপারিশ করেছে। এই সুপারিশের দৃঢ় আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একমত পোষণ করেছে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র’ অন্তর্ভুক্ত করার সুপারিশের সঙ্গে। সেইসাথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা বিশেষভাবে জোর দিয়েছে বহুত্ববাদের সংজ্ঞা সুনির্দিষ্ট করার জন্য।

২৩ মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পাঁচটি কমিশনের সুপারিশের ওপর জাতীয় নাগরিক পার্টি দলীয় মতামত লিখিতভাবে জমা দিয়েছে। কমিশনগুলোর গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের মধ্যে ১১৩টিতে একমত এবং ২৯টিতে আংশিক একমত হয়েছে দলটি। কিন্তু বিএনপি সংবিধানের মূলনীতির বদল চায় না। বিএনপি সংসদের মেয়াদ পাঁচ বছর বহাল রাখার পক্ষে, আর এনসিপি চার বছর করার পক্ষে। এছাড়া বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে এনসিপির মতপার্থক্য বিদ্যমান। উল্লেখ্য, একই দিনে বিএনপিও ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে।

আরো পড়ুন