Ridge Bangla

যুদ্ধবিরতির পর পুনরায় চালু হল ভারতের ৩২ বিমানবন্দর

কাশ্মীরে বন্দুক হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ চলে। অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর সোমবার (১২ মে) ভারত ৩২টি বিমানবন্দর পুনরায় চালু করেছে।

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভূজ পর্যন্ত বিস্তৃত এসব বিমানবন্দর এখন থেকে বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য উন্মুক্ত।

পুনরায় চালু হওয়া ৩২টি বিমানবন্দরের মধ্যে রয়েছে: জয়সলমের, জামনগর, যোধপুর, আধমপুর, আম্বালা, অবন্তিপুর, বাথিন্ডা, ভুজ, বিকানের, হালওয়ারা, হিন্দন, জম্মু, কান্ডলা, কাংড়া (গাগ্গাল), কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, পাটলিয়ানা, লুধিয়ানা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সরসাওয়া, সিমলা, থোয়াইস এবং উত্তরলাই।

ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সামরিক উত্তেজনার জেরে এসব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যাত্রীদেরকে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে কিংবা ওয়েবসাইট থেকে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ আপডেট জেনে তবেই বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলো সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগবে।

ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, তারা ধীরে ধীরে বন্ধ রুটগুলোতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।

আরো পড়ুন