দেশজুড়ে বিরাজমান তীব্র গরমের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের ফরম্যাট আপাতত বাতিলের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনের মাঝামাঝি সময় চার দলের অংশগ্রহণে ডাবল লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় এনে সেই পরিকল্পনা থেকে সরে আসছে বিসিবি।
বিসিবির টুর্নামেন্ট কমিটির একজন ম্যানেজার বলেন, “খেলোয়াড়দের কল্যাণে আমরা প্রতিযোগিতাগুলো আয়োজন করি। কিন্তু যদি তারা মাঠে অস্বস্তিতে পড়ে, ইনজুরিতে আক্রান্ত হয়, তাহলে সেই আয়োজনের উদ্দেশ্যই ব্যর্থ হয়। তাই আমরা খেলোয়াড়দের সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।”
তিনি আরও বলেন, ঢাকা প্রিমিয়ার লিগের মতো একদিনের ম্যাচেও খেলোয়াড়দের কষ্ট হচ্ছে। সেখানে চারদিন টানা খেলার চাপে খেলোয়াড়দের মধ্যে ক্র্যাম্প, হিট স্ট্রোকসহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি ক্রিকেট মৌসুমে জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ ও বিভাগীয় টুর্নামেন্টগুলো সফলভাবে শেষ হয়েছে। পরবর্তী মৌসুমের সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। এরপর অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচ, ডিসেম্বরের দিকে বিপিএল, ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ এবং সর্বশেষ বিসিএলের ওয়ানডে ও চারদিনের ফরম্যাট।
তবে গরমের প্রকোপ অব্যাহত থাকলে বিসিএলের চারদিনের ফরম্যাট এই মৌসুমে পিছিয়ে দেওয়া বা বাতিল করার সম্ভাবনা রয়েছে।