পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেনের ছেলে রুবেল হোসেনকে এই জরিমানা করা হয়েছে।
অভিযানে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরাও সহায়তা করেন। সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান বলেন, “সরকারি নিয়মনীতি না মেনে মাটি ও বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হয়। তাই নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ করা হচ্ছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।