Ridge Bangla

ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় বৃহস্পতিবার (১৫ মে) সকালে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূকম্পনটি ঘটে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা দপ্তর (BMKG) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মালুকুর বারাত দায়া জেলা থেকে ১৮৯ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ৫১৫ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পে কিছু বাড়িঘরে ফাটল দেখা গেলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। BMKG-এর বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

ভৌগলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে ইউরেশীয় ও প্রশান্ত মহাসাগরীয় টেকটোনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সতর্ক রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন