Ridge Bangla

এবার ঢাকায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগারগাঁও

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন করতে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, এই ঈদে ঢাকার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ফলস্বরূপ শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদের জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে বলে তিনি মনে করেন।

রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। মোহাম্মদ এজাজ উল্লেখ করেন, মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষে রাজধানীবাসীর উপহার। তিনি আরও বলেন, “রাজধানীবাসী এখন কোনো ভোগান্তি ছাড়াই উত্তরা দিয়াবাড়ি যেতে পারবেন। ঈদ উপলক্ষে রাজধানীবাসী এই সড়কের পূর্বের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।”

আরো পড়ুন